আমাদের Abacus প্রোগ্রামটি ৩টি বিভাগে বিভক্তঃ
১. অ্যাবাকাস ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) বাংলা মিডিয়ামঃ
প্লে, নার্সারি, ক্লাস-১, ২, ৩, ৪, ৫।
এখানে প্লে ক্লাস থেকে ক্লাস ৫ পর্যন্ত এবাকাস এর মাধ্যমেই সকল ম্যাথ বাচ্চারা শিখবে, এক্ষেত্রে অন্য কোন ম্যাথ বই এর প্রয়োজন হবে না।
যাদের জন্যঃ এই ক্লাস শুরু হবে ৪-৫ বছরের বাচ্চাদের থেকে।
এই প্রোগ্রামে শিশুরা যা যা শিখবেঃ
(১) হ্যান্ড অ্যাবাকাস
(২) বর্ণমালা
(৩) সংখ্যা
(৩) যোগের মৌলিক ধারণা
(৪) বিয়োগের মৌলিক ধারণা
(৫) শব্দ গঠন
(৬) যোগ
(৭) বিয়োগ
(৮) সরল
(৯) গুণ
(১০) শতাংশ (%)
(১১) ভাগ
(১২) বর্গক্ষেত্র
(১৩) বর্গমূল
(১৪) ঘনক
(১৫) ঘনমূল
(১৬) জ্যামিতি, ইত্যাদি
২. Abacus Ibatidayyah (Primary) English Medium:
Play, Nursery, Class-1, 2, 3, 4, 5.
Here from play to class 5 all math kids will learn through abacus, No other math book will be needed in this Program
For whom: This class will start from children of 4-5 years.
In this program children will learn:
(1) Hand abacus
(2) Alphabet
(3) numbers
(3) Fundamental Concepts of addition
(4) Basic concepts of subtraction
(5) word formation
(6) Addition
(7) Subtraction
(8) Simplify
(9) Multiplication
(10) Percentage (%)
(11) Division
(12) square
(13) square root
(14) cube
(15) cubic root
(16) Geometry, etc
৩. অ্যাবাকাস মুতাওয়াসসিতাহ (ইন্টারমিডিয়েট): এই গ্রুপে মোট ৮টি লেভেল আছে,
২৪ মাসের কোর্স।
যাদের জন্যঃ ৬-১৬ বছরের বাচ্চাদের জন্য।
এই প্রোগ্রামে শিশুরা যা যা শিখবেঃ
(১) যোগ
(২) বিয়োগ
(৩) সরল
(৪) গুণ
(৫) শতাংশ (%)
(৬) ভাগ
(৭) স্কয়ার
(৮) স্কয়ার রুট
(৯) কিউব
(১০) কিউব রুট
(১১) ভেক্টরের সমীকরণ
(১২) লগারিদম, ইত্যাদি
আরও দেখুন
a
আরও দেখুন
a
আরও দেখুন
Click this video if you want to learn how to pay Watch this video
এটি সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন (+880) -1674- 040502 নম্বরে